ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে শিশুদের ঘুড়ি উপহার দিলেন ডিবির ওসি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহে শিশুদের ঘুড়ি উপহার দিলেন ডিবির ওসি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে লকডাউন রয়েছে ময়মনসিংহ। সব সময় বাড়িতে থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে শিশু-কিশোররা। এ সংকট থেকে উত্তরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ। তিনি শিশু-কিশোরদের হাতে তুলে দিয়েছেন রঙিন ঘুড়ি।

শনিবার (১৬ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার চড়ইতলা এলাকায় ১০০ শিশু-কিশোরের হাতে ঘুড়ি তুলে দেওয়া হয়।

এছাড়া, ত্রিশাল পৌরসভার আব্দুল খালেক জামে মসজিদের সামনে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, ‘লকডাউনের মধ্যে শিশুরা যাতে আনন্দে সময় কাটাতে পারে সেজন্য তাদের ঘুড়ি উপহার দেওয়া হয়েছে। এছাড়া, দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।’


ময়মনসিংহ/মিলন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়