ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসি সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসি সিলগালা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মানিকগঞ্জ সদর  উপজেলায় একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে।

শনিবার (১৬ মে) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান চালিয়ে ওই ফার্মেসি সিলগালা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, মোবাইলের ফোনে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর উপজেলার ভাটবাউর এলাকায় নাজিমুদ্দিন নামের এক পল্লি চিকিৎসকের ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখানে দেখা গেছে, ফার্মেসির প্রায় ৩০ শতাংশ ওষুধের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের আগেই। এমনকি ডিসপ্লেতে পাওয়া যায় ২০০৭ সালের ওষুধও। ফার্মেসির মালিক নাজিমুদ্দিন দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধও বিক্রি করছেন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২৭(২) ধারা অনুসারে ওই ফার্মেসি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। কেন এটা স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পল্লী চিকিৎসক নাজিমুদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, সাটুরিয়া উপজেলার দড়গ্রামে অতিরিক্ত দামে ডাল বিক্রির অপরাধে অসীম স্টোর ও কালিদাস স্টোরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আসাদুজ্জামান রুমেল।


মানিকগঞ্জ/আলীম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়