ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এই সময় বিজিবির দুই সদস্য আহত হয়।

বিজিবির দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক পাচারকারী ছিলেন।

রোববার (১৭ মে) ভোরে টেকনাফের নোয়াপাড়ার বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।

বিজিবির-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি উখিয়ার বালুখালী ক্যাম্প-৯, এইচ/৬ ব্লকের বাসিন্দা। তার নাম মো. সাকের (২২)। তার বাবার  নাম খায়রুল আমিন।

ফয়সল হাসান খান জানান, বিজিবির-২ ব্যাটালিয়ন অধিনস্ত নোয়াপাড়া বিশেষ ক্যাম্পের একটি টহল দল বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে নাফ নদী পার হয়ে তিন থেকে চারজন ব্যক্তি বেড়িবাঁধের উপর উঠে আসে। এই সময় টহলদল ওই ব্যক্তিদের থামার জন্য বলে। কিন্তু বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবা পাচারকারীরা গুলি করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হন। আহত হন বিজিবির দুই সদস্য।

গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়।

ফয়সল হাসান খান আরও জানান, ঘটনাস্থল থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজের খালি খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। আহত বিজিবি সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

রুবেল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়