ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আম্ফান সতর্কতা, ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আম্ফান সতর্কতা, ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় আছেন বরগুনার কৃষকরা। তাদের জমিতে থাকা পাকা ধান কেটে দ্রুত ঘরে তুলতে সহযোগিতা করেছে জেলা ছাত্রলীগ।

রোববার (১৭ মে) সকাল থেকে সদর উপজেলার হাজারবিঘা গ্রামের কৃষকদের ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতারা জানান, হাজারবিঘা গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এদিকে, এখন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়েছেন কৃষকরা। তাই জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিকের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।

 

বরগুনা/রুদ্র রুহান/রফিক

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়