ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ শুরু

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ শুরু

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

রোববার (১৭ মে) উদ্বোধনী দিনে বিএফডিসির মৎস্য অবতরণ ঘাটে দুই টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

সকালে কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। একই সময় কাপ্তাই হ্রদনির্ভর জেলেদের ভিজিএফের কার্ডের আওতায় চাল বিতরণের কর্মসূচিরও উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ সময় বিএফডিসির রাঙামাটির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপস্থিত ছিলেন।

প্রতি বছর মে থেকে জুলাই পর্যন্ত মাছের প্রাকৃতিক প্রজননের স্বার্থে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। এ সময় হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পাশাপাশি কাপ্তাই হ্রদের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিএফডিসি।

মাছ শিকার বন্ধকালীন বিগত দুই বছর জেলেদের সহায়তা দেওয়া হয়নি। এ বছর এটি আবার চালু করেছে সরকার।


বিজয়/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়