ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ নিয়ে আজিজুল হক নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত আজিজুল হক নোয়াখালী পৌর শহরের দত্তেরহাট এলাকার বাসিন্দা। তিনি পৌর বাজারের একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, ওই ব্যক্তি গত কয়েকদিন জ্বরে ভুগছিলেন।

সকালে তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগ থেকে তাকে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

করোনা উপসর্গ থাকায় মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। দুপুরে মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যায়।


মাওলা সুজন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়