ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লক্ষ্মীপুরে ডাক্তার-চেয়ারম্যানসহ আরও ৯ জন করোনা আক্রান্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে ডাক্তার-চেয়ারম্যানসহ আরও ৯ জন করোনা আক্রান্ত

লক্ষ্মীপুরে ডাক্তার, নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াসহ নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা রোগীর সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে শনাক্ত হওয়ার আগেই একজন মারা গেছে।

সোমবার (১৮ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, নতুন শনাক্ত হওয়া আটজন রায়পুর উপজেলার এবং একজন সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ৪ জন ডাক্তার, ২ জন নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ওই নয়জনের দেহে করোনা শনাক্ত হয়।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে একজন সুস্থ হয়েছেন এবং জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।



ফরহাদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়