ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৮, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপার হড়োরা গ্রামে লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা নজির জোয়ারদার (৬৫) নিহত হয়েছেন।

রোববার (১৮ মে) রাতে এ ঘটনা ঘটে।  

ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের পুলিশ কর্মকর্তা আরিফ বিশ্বাস জানান,  রোববার সন্ধ্যার দিকে জেলার শৈলকুপা উপজেলার সনু জোয়ারদারের বাগানে তার আপন ভাই নজির জোয়ারদার লিচু পাড়তে যায়। এ লিচু পাড়াকে কেন্দ্র করে দু-ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হলে  সনু জোয়ারদারের ছেলে রাজন জোয়ারদার তার চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। স্বজনেরা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  এ ঘটনাকে কেন্দ্র করে দু-পরিবারের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই বাড়িতে অবস্থান করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে হত্যার সঙ্গে জড়িত ভাতিজা রাজন পলাতক রয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

 

ঝিনাইদহ/রাজিব/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়