ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফের গায়ে মল ছিটিয়ে মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফের গায়ে মল ছিটিয়ে মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই

কুষ্টিয়ার দৌলতপুরে গায়ে মল ছিটিয়ে এক মুক্তিযোদ্ধার ১২ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে একটি চক্র।

সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে সোনালী ব্যাংক দৌলতপুর শাখার বাইরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ছিনতাইয়ের শিকার মুক্তিযোদ্ধা ওয়াজ আলী দৌলতপুর থানায় মৌখিক অভিযোগ করেছেন। ওয়াজ আলীর বাড়ি উপজেলার পিয়াপুর ইউনিয়নের আমদহ গ্রামে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি এসএম আরিফুর রহমান বলেন, ‘‘মুক্তিযোদ্ধা ওয়াজ আলী ভাতার ১২ হাজার টাকা তুলে ব্যাংকের বাইরে বের হন। সেসময় ছিনতাইকারী চক্রের সদস‌্যরা কৌশলে মুক্তিযোদ্ধা ওয়াজ আলীর গায়ে মল ছিটিয়ে দেয়। পরে নিজেরাই তা দেখিয়ে দিয়ে ওয়াজ আলীকে মল পরিষ্কার করার পরামর্শ দেয়।

‘এসময় মুক্তিযোদ্ধা ওয়াজ আলীকে নোংরা পরিষ্কার করার কথা বলে উপজেলা পরিষদ চত্বরের মসজিদে নিয়ে যায় ছিনতাই চক্রের এক সদস‌্য। টাকার ব‌্যাগটি তার হাতে দিয়ে ওয়াজ আলীকে নোংরা পরিষ্কার করতে বলে সে। ওয়াজ আলী তার হাতে ব‌্যাগটি দিয়ে কাপড়ের নোংরা পরিষ্কার করতে যান। ফিরে এসে দেখেন টাকা নিয়ে সটকে পড়েছেন ওই ব‌্যক্তি।”

প্রসঙ্গত, এর আগে গত ৩ মে একই কায়দায় সিরাজনগর এলাকার মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ভাতার ৩০ হাজার টাকা ছিনতাই করে নেয় ছিনতাই চক্রের সদস‌্যরা। 


কাঞ্চন কুমার/সাজেদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়