ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় লক্ষ্মীপুরে ব্যাপক প্রস্তুতি

ফরহাদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় লক্ষ্মীপুরে ব্যাপক প্রস্তুতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। এতে মারাত্বক ঝুঁকিতে রয়েছে মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। ইতিমধ্যে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান থেকে রক্ষা পেতে প্রস্তুত রাখা হয়েছে ২০০টি আশ্রয়ণ কেন্দ্র। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিক্যাল টিম, সিপিবির ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেব দল, শুকনো খাবার ওষদসহ প্রয়োজনীয় সকল কিছু। তাছাড়া ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সংকট দূর করতে হটলাইন চালু করা হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখার জন্য ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ প্রস্তুতি রাখা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, করোনার এই ক্রান্তিলগ্নে ঘূর্ণিঝড় আম্ফান খুব ভয়ানক ব্যাপার। এ সময় করোনারোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আশ্রয় কেন্দ্রে মানুষের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া গবাদি পশুর জন্য আলাদাভাবে আশ্রয় ও খাবার ব্যবস্থা রাখা হবে। ঘূর্ণিঝড়কালীন সংকট দূর করতে জেলায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণও রয়েছে বলেও জানান তিনি।


লক্ষ্মীপুর/ফরহাদ হোসেন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ