ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সব ধরনের ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৮ মে) জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াৎ উদ-দৌলা খাঁন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জেলার অনেকস্থানে ব্যাপকহারে ঘুড়ি ওড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফলে ছিঁড়ে যাওয়া সুতাসহ ঘুড়ি পাশের রাস্তা ও অন্যান্য স্থানে পড়ে যাওয়ায় মানুষ আহত হওয়াসহ একাধিক দুর্ঘটনা ঘটেছে।

এতে আরও বলা হয়েছে, এছাড়াও ঈদকে সামনে রেখে কিছু স্থানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অতীতে এ ধরনের  প্রতিযোগিতাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তাই ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতাও নিষিদ্ধ করা হলো।

জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়