ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে সমুদ্র তীর থেকে সরানো হলো ২৫০ পরিবারকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে সমুদ্র তীর থেকে সরানো হলো ২৫০ পরিবারকে

চট্টগ্রামে কাট্টলী জেলেপাড়ার ২৫০টি পরিবারকে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দিনব্যাপী নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নেয়ার জন্য অভিযান পরিচালনা করা হয়ে।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল মো. তৌহিদুল ইসলাম।

এছাড়া, পতেঙ্গা সার্কেলে ৩৯ নম্বর ওয়ার্ডের জেলে পল্লী এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

সাইক্লোন আম্ফান মোকাবিলায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে  চট্টগ্রাম মহানগরী এলাকার সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসরত জেলে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট সার্কেলের সহকারী কমিশনারগণ (ভূমি) ।

এছাড়া, পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়