ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শতভাগ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শতভাগ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শতভাগ বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ইভেন্স গ্রুপের পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে।

পরে মালিকপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে।

মঙ্গলবার (১৯ মে) এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান জানান, বিজিএমইর সিদ্ধান্ত অনুযায়ী শতকরা ৫০ ভাগ বোনাস দেয়ার কথা থাকলেও এ গ্রুপের শ্রমিকরা তা না মেনে শতভাগ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে শ্রমিক ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং অবরোধ শুরু করে। এসময় ওই মহাসড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া চেষ্টা চালায়।

ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান আরো জানান, মালিকপক্ষ শতভাগ বোনাসের দাবি মেনে নিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়