ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আম্ফানের প্রভাবে হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আম্ফানের প্রভাবে হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দ্বীপের বয়ারচর, নলেরচর, কেরিংচর, ঢালচর, চরগজারিয়া ও নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেশি হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ক্ষেতের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, এদিন দুপুর পর্যন্ত প্রখর রোদ থাকলেও হঠাৎ করে বিকেল থেকে হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টিপাত বাড়ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে।

নদীর তীরবর্তী লোকজনকে সরিয়ে আনতে ১৮৫টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। জনগণকে সচেতন করতে উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপির) উদ্যোগে এলাকাভিত্তিক মাইকিং করা হচ্ছে। ইতোমধ্যে প্রশাসনের উদ্যোগে শুকনো থাবার মজুদ করা হয়েছে।

এদিকে মেঘনা নদী উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

হাতিয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. বদিউজ্জামান জানান, এলাকাভিত্তিক সিপিপির দুই হাজার ৬৬৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তারা ইতোমধ্যে লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

** পায়রা বন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দূরে আম্ফান
** করোনা ও আম্ফান, আতঙ্কে উপকূলবাসী
** ঘূর্ণিঝড় আম্ফান: সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ চালু
** লক্ষ্মীপুরে 'আম্ফান' মোকাবিলায় প্রস্তুত ৬৬ মেডিক্যাল টিম
** আম্ফানে আতঙ্কিত বরগুনা উপকূল
** 'আম্ফান'র চোখ ১৫ কি. মি. বিস্তৃত
** খুলনার আকাশ মেঘাচ্ছন্ন, ৬০৮ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
** ঘূর্ণিঝড় ‘আম্ফান’ : চট্টগ্রামে বিশেষ সতর্কতা
** বেড়িবাঁধ ভাঙন আতঙ্কে খুলনা উপকূলের ৩ লক্ষাধিক মানুষ
** ঘূর্ণিঝড় আম্ফান: ভোলায় তিন ধাপের প্রস্তুতি
** আম্ফান মোকাবিলায় প্রস্তুত হাতিয়া
** আম্ফানের কারণে সব ঘাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
** ‘আম্ফান’র প্রভাবে ঢাকায় বৃষ্টি
** আম্ফানের প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, ঝড়ো হাওয়া
** ঘূর্ণিঝড়ের আগে উপকূল: আকাশ রূপ পাল্টাচ্ছে বারবার
** ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, আতঙ্কে শরণখোলাবাসী
** ‘আম্ফান’-এর প্রভাবে গোপালগঞ্জে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু
** ঝালকাঠিতে ‘আম্ফান’ মোকাবিলায় প্রস্তুত ২৭৪ সাইক্লোন শেল্টার
** ঘূর্ণিঝড় ‘আম্ফান’: প্রস্তুত নৌবাহিনীর ২৫ জাহাজ
** বুধবার সকাল ৬টা থেকে মহাবিপদ সংকেত

 

মওলা সুজন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়