ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরগুনায় চলছে বৃষ্টিপাত, বেড়েছে জোয়ারের পানি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরগুনায় চলছে বৃষ্টিপাত, বেড়েছে জোয়ারের পানি

সমুদ্রে চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন আম্ফান। উপকূল জুড়ে ৭ নম্বর বিপদ সংকেত জারি থাকলেও দিনভর কখনো  ঘন কালো মেঘ আবার কখনো সাদা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্য ছিল।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার পরও বরগুনার আকাশে মেঘের আড়ালে মিটমিট করে জ্বলছিল তারা। কিন্তু রাত ৯টার পর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রাত ১০টার পর ভারি বর্ষণ শুরু হয়ে কিছুক্ষণ পর থেমে যায়। রাত সাড়ে ১০টা থেকে দমকা বাতাসের সাথে থেমে থেমে ভারি বর্ষণ চলছে।

মঙ্গলবার রাত ১০টায় কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ মুঠোফোনে বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করেছে। বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর এর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার।’

পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাওছার হোসেন বলেন, ‘রাত ৯টা পর্যন্ত বরগুনার নদ-নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দেড় ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। রাতে ভারি বর্ষণ হলে বুধবার সকাল নাগাদ তা দ্বিগুণ হতে পারে।’

 

বরগুনা/রুদ্র রুহান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়