ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেতন-বোনাসের দাবিতে কমলাপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেতন-বোনাসের দাবিতে কমলাপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বেতন না পেয়ে রাজধানীর কমলাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। বুধবার (২০ মে) সকাল থেকে  কয়েকশ শ্রমিক এ বিক্ষোভে অংশ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা চালাচ্ছে মতিছিল থানা পুলিশ।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত রাইজিংবিডিকে বলেন, কমলাপুর বিন্নি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করছে। তাদের বেতন ও বোনাস কিভাবে দেওয়া যায় তা নিয়ে মালিকপক্ষ এবং কারখানা পরিদর্শকরা বৈঠকে বসেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বিকাশের মাধ্যমে তাদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কয়েকদিন হয়ে গেল, এ টাকা না দেওয়ায় তারা বিক্ষোভ করছে।

সুইং অপারেটর রাহেলা বলেন, বেতন না দেওয়ায় বাসা ভাড়া দিতে পারছি না। বোনাস না দিলে ঈদ করবো কিভাবে।

এদিকে রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায়ও শ্রমিকরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছে বলে জানা গেছে।

অন্যদিকে একই দাবিতে ২য় দিনের মতো মিরপুর ১৩ নম্বরে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছে। এসময় একটি গার্মেন্টসে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



ঢাকা/মাকসুদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়