ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কক্সবাজারে আম্ফানের প্রভাবে ঝড়-বৃষ্টি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কক্সবাজারে আম্ফানের প্রভাবে ঝড়-বৃষ্টি

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কক্সবাজার জেলায় বৃষ্টি হচ্ছে। বইছে ঝড়ো হাওয়া। সাগর বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। যার বিশাল ঢেউ পাড়ে আছড়ে পড়ছে।

কক্সবাজার অফিসের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান জানান, বুধবার (২০ মে)  সকালে ঘূর্ণিঝড় আম্ফান কক্সবাজার থেকে ৫১৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। জেলায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ঝড়ো হওয়া বইছে। সাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূলে পুরোপুরি আঘাত হানতে পারে। তখন সাগরে জোয়ারের পানি ১০ থেকে ১৫ ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, ইতিমধ্যে উপকূলের ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। তাদের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া মানুষ আশ্রয়ের জন্য ২২১টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। জেলা ও উপজেলায় কন্ট্রোলরুম খোলা আছে।

সাগর থেকে ফিরে এসে জেলার ৭৫ হাজার জেলে এখন নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।


রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়