ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বুধবার (২০ মে) সকাল থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি ঝরছে ও দমকা বাতাস বইছে।

সকাল থেকে পটুয়াখালীর নদ-নদী গুলোতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চলের অরক্ষিত বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। অতিরিক্ত পানি ওঠায় রাঙ্গাবালী উপজেলার ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে যেতে শুরু করেছে চরাঞ্চলের একাধিক ফসলি জমি।

মঙ্গলবার উপকূলের অনেকে আশ্রয় কেন্দ্রে না যেতে চাইলেও আজ আবহাওয়ার পরিবর্তন দেখে তারা আশ্রয় কেন্দ্রে ছুটছেন।

এদিকে কলাপাড়ায় নৌকা ডুবিতে সিপিপির দলনেতা শাহআলম নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭শ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

ঘূর্ণিঝড় আম্ফান বর্তমানে পায়রা সমূদ্র বন্দর থেকে প্রায় ৩শ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তবে ক্রমশই এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আজ সন্ধ্যায় উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। এদিকে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। সকালেই পায়রা সমুদ্র বন্দর এলাকায় দেখানো হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত।

 

বিলাস/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়