ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৫ ফুট পানির নিচে হাতিয়ার নিম্নাঞ্চল

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৫ ফুট পানির নিচে হাতিয়ার নিম্নাঞ্চল

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক বেড়েছে। পানির তোড়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল অন্তত পাঁচ ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ৩টার পর থেকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নদীর তীরবর্তী চারটি ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে আম্ফানের প্রভাবে হাতিয়ার সুখচর, নলচিরা, চরঈশ্বর ও নিঝুম দ্বীপের নদীর তীরের বাঁধ ভেঙ্গে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হতে থাকে। গত বর্ষা মৌসুমে ভেঙে যাওয়া বেড়ি বাঁধ মেরামত না করায় খুব সহজে জোয়ারের পানিতে এসব এলাকা প্লাবিত হয়ে যায়।

চরঈশ্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ উদ্দিন জানান, বেড়ির বাইরে ও ভিতরে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত এসব বেড়ি বাঁধ মেরামত না করলে কয়েকদিন পর আবার প্লাবিত হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ভেঙে যাওয়া বেড়ি বাঁধের লোকজনকে দ্রুত নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে। তাছাড়া পুরো হাতিয়ার বেড়ি বাঁধের লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, পানি, ওষুধ, নিরাপত্তাসহ সকল ধরণের ব্যবন্থা গ্রহণ করা হয়েছে।

 

মওলা সুজন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়