ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রণেশ ঠাকুরের আসর ঘর নির্মাণে প্রশাসনের সহায়তা

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রণেশ ঠাকুরের আসর ঘর নির্মাণে প্রশাসনের সহায়তা

সুনামগঞ্জের দিরাইয়ে বাউল রণেশ ঠাকুরের আসর ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান।

বুধবার (২০ মে) বিকালে উজানধল গ্রামে বাউলের বাড়ি পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বাউল রণেশ ঠাকুরের নতুন আসর ঘর নির্মাণের জন্য পাঁচ বান ঢেউটিন ও ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বাদ্যযন্ত্র প্রদানের আশ্বাস প্রদান করেন।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) রাতে বাউল রণেশ ঠাকুর বাদি হয়ে দিরাই থানায় একটি মামলা করেন। পরে পুলিশ এক সন্দেহভাজন ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, রণেশ ঠাকুর নিজ বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেন। পরে পুলিশ গ্রামের এক ব্যক্তিক গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায় হোসেন, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাহুল চন্দ, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে নূরজালাল প্রমুখ।

 

আল আমিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়