ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝালকাঠিতে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বিষখালি নদীর বেড়িবাঁধ ভেঙে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

সুগন্ধা ও বিষখালী নদীর পানি ৭ থেকে ৮ ফুট বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে ফসলের ক্ষেত। গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে বহু স্থাপনা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ।

বিষখালী নদীর ৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর, চরকাঠি, কিস্তাকাঠি ও চর ভাটারাকান্দা, কাঠালিয়া উপজেলার আউরা, জয়খালী, চিংড়াখালী, বড়কাঠালিয়া, আওরাবুনিয়া, রগুয়ারচরসহ কমপক্ষে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতশত একর জমির ফসল, জলাশয়ের মাছ ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে গ্রাম অঞ্চলের অনেক স্থানের কাঁচা সংযোগ সড়ক।

গাছপালা ভেঙে ছিঁড়ে যায় বিদ্যুতের তার।  জেলা শহরের কিছু এলাকায় ১৮ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। তবে এখনও জেলার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে আশ্রয় কেন্দ্রগুলো থেকে  মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে। জেলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার হিসেব করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

অলোক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়