ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে ৪৪ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২২, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহে ৪৪ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ৪৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবের ২টি মেশিনে ৩৭৬ নমুনাটি পরীক্ষায় ২৬ জনের এবং জামালপুর হাসপাতাল পিসিআর ল্যাবে একটি মেশিনে ৯১টি নমুনা ১৮ জনের মোট-৪৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যালের এক চিকিৎসক, এক নার্স ও তিন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, সদরে ৩, তারাকান্দায় ৫, ফুলপুরে এক, ফুলবাড়িয়ায় এক ও হালুয়াঘাটে একজনসহ ময়মনসিংহ জেলায় ১৬ জন, নেত্রকোনা জেলা সদরে এক ও কেন্দুয়াতে ৮ জনসহ জেলায় ৯ জন, শেরপুর জেলার নকলাতে একজন এবং জামালপুর জেলার মেলান্দহে ১৪ জন ও সদরে ৪ জনসহ জেলায় ১৮ জন রয়েছে।

তিনি আরো জানান, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৭৭০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৫০ জন, জামালপুর জেলায় ১৭৩ জন, নেত্রকোনা জেলায় ১৭৯ জন এবং শেরপুর জেলায় ৬৮ জন করোনা রোগী আছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৮০ জন।


মিলন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়