ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীতে আরও ২০ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে আরও ২০ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে নতুন করে আরও ২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) ৭১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া এর আগে জেলা হাসপাতাল থেকে পাঠানো ৬টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫ জনে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৮ জন, মনোহরদীর ১ ও শিবপুর উপজেলায় ১ জন।

৬ এপ্রিল নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপুর গ্রামে সর্ব প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এছাড়া গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করেন স্বাস্থ্য বিভাগ।

 

মাহমুদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়