ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরগুনায় ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরগুনায় ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনা জেলা শহরের প্রাণকেন্দ্র বাকালী পট্টিতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান একেবারে পুড়ে গেছে। এসময় ২টি প্রতিষ্ঠা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন জানান, অগ্নিকাণ্ডে মাইনুদ্দিন মানিকের মনির স্টোর, হারুন গাজীর, গোলাম মোস্তফা, আল কাইউমের মুদি দোকান, শহীদ মিয়ার বিসমিল্লাহ স্টোর, সাদ্দামের সিরাজ স্টোর, ডা. জেসমিনের হোমিও চেম্বার, আসলামের জুতার দোকান ও মনিরের জুতার দোকান একেবারে পুড়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সুলতানের পানের দোকান ও দুলাল শীলের সেলুন।

বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির জানান, এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।


রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়