ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝাউবাগানে ২০ মামলার পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝাউবাগানে ২০ মামলার পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবাগান থেকে ২০ মামলার পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সকালে লাশটি পুলিশ উদ্ধার করে।

উদ্ধার করা লাশটি কক্সবাজার শহরের আলোচিত বিডিআর সৈয়দ হত্যাকাণ্ডের হোতা ২০ মামলার পলাতক আসামি মোহাম্মদ আলমগীরের (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির।

আলমগীর কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এবিসিঘোনা চেয়ারম্যানঘাটা এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

ওসি সৈয়দ শাহজাহান কবির জানান, শুক্রবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরের লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অন্তত ২০টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল শহরের দক্ষিণ রুমালিয়ারছরা চেয়ারম্যানের মায়ের ঘোনা এলাকায় আবু সৈয়দ প্রকাশ বিডিআর সৈয়দকে (৬৫) গলাকেটে হত্যা করা হয়েছিল।


রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়