ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্বিগুণ ভাড়ায় গ্রামে ফিরছেন নারায়ণগঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দ্বিগুণ ভাড়ায় গ্রামে ফিরছেন নারায়ণগঞ্জবাসী

পুলিশের নির্দেশনা উপেক্ষা করে দ্বিগুণ ভাড়া দিয়ে ভিন্ন উপায়ে ঈদ করতে গ্রামে ফিরছেন নারায়ণগঞ্জবাসী। 

পুলিশের চেক পোস্টগুলো ফাঁকি দিয়ে বিভিন্ন যানবাহনে করে বাড়ি যাচ্ছেন তারা। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মহাসড়ক থেকে মোটরসাইকেলে করে বেশি সংখ্যক যাত্রীকে গ্রামের বাড়িতে ফিড়তে দেখা গেছে।         

করোনা পরিস্থিতি উপেক্ষা করে শুক্রবার (২২ মে) সড়কে ঘরমুখী মানুষের ভিড় ছিল বেশি। গণপরিবহন বন্ধ থাকায় একাধিকবার পরিবহন বদল করে তারা বাড়ি ফিরছেন। আজ নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট ও চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এমন চিত্র লক্ষ্য করা গেছে।

পুলিশ বলছে, গ্রামে ফেরা মানুষদের পুলিশ আটক করছে না। তাই তারা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেল, পিকআপ ভ্যানে করে গ্রামে ফিরছেন।

তবে যাত্রীরা অভিযাগ করছেন, গণপরিবহন বন্ধ থাকায় ও পুলিশের হয়রানির অযুহাত দেখিয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন চালকরা।

চালকরা বলছেন, ঢাকা থেকে কুমিল্লা বা নারায়ণগঞ্জ জেলায় যেতে এক হাজার টাকা করে নিয়ে মোটরসাইকেলে করে তাদের পৌঁছে দেওয়া হচ্ছে। ঢাকা থেকে অন্য জেলায় যাত্রী নিয়ে গেলে আসার সময় খালি আসতে হয়। এ কারণে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে।


নারায়ণগঞ্জ/রাকিব/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়