ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১ মিনিটের ঈদ বাজার!

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১ মিনিটের ঈদ বাজার!

বান্দরবানে অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের ‘এক মিনিটের ঈদ বাজার’ নামে ভিন্নধর্মী সেবা দিচ্ছে সেনাবাহিনী।

শুক্রবার (২২ মে) সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বান্দরবান জেলা স্টেডিয়ামে অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য এই ‘এক মিনিটের ঈদ বাজারের’ আয়োজন করা হয়।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ২৫০ জন অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষকে চাউল, ডাল, তেল, চিনি, সেমাই, নুডুলস, শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়।

সেনা কর্মকর্তারা জানান, অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না তারা যাতে বিনামূল্যে দ্রব্য সামগ্রী পেতে পারেন এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই এক মিনিটের বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কীভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা সম্ভব হবে।

বান্দরবান সেনা রিজিয়েনের পক্ষ থেকে জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

 

বাসু দাশ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়