ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চরফ্যাশনে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্টগার্ড

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চরফ্যাশনে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্টগার্ড

ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় ‘আম্ফানে’ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড।

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্টের উদ্যোগে শুক্রবার (২২ মে) চর কচ্ছপিয়াতে  ক্ষতিগ্রস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গৃহহীন পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন এস এম মঈন উদ্দিন, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ, কোস্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার (সিসিও) এম জমির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আর এম মামুন।

ত্রাণ বিতরণকালে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন এস এম মঈন উদ্দিন বলেন, ‘প্রতিটি দুর্যোগে বাংলাদেশ কোস্টগার্ড ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।’

 

মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়