ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৫০ কর্মহীন পরিবারকে প্রবাসীদের ঈদ উপহার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১৫০ কর্মহীন পরিবারকে প্রবাসীদের ঈদ উপহার

করোনা পরিস্থিতিতে হবিগঞ্জের কর্মজীবী লোকেরা গৃহবন্দি। তারা কঠিন সময় পার করছে। প্রবাসে থেকে এ বিষয়টি দৃষ্টিগোচর হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিশিগানের নেতাদের। যুক্তরাষ্ট্র থেকে তারা অর্থ পাঠান ঈদ উপহার দেওয়ার জন্য। 

হবিগঞ্জের সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী পত্রিকা বিক্রেতা, এতিম শিশুসহ অসহায় ১৫০ জনের তালিকা করা হয়।

তালিকা অনুযায়ী ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল  হক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রকিব। এ কার্যক্রমে আরো কিছু মানুষ সহযোগিতা করেছেন। 

কঠিন এ সময়ে ঈদ উপহার পেয়ে অসহায় মানুষেরা সন্তোষ প্রকাশ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোশিয়েশনের আহ্বায়ক সৈয়দ মঈন দীপু ও সদস্য সচিব প্রভাষক লুৎফুর রহমান বলেন, করোনাকালীন এই দুর্যোগে এলাকার পত্রিকা বিক্রেতাসহ হতদরিদ্র মানুষের কিছু সহায়তা করাই তাদের লক্ষ্য।

এই ঈদ উপহার পৌঁছানোর ব্যবস্থা করায় প্রধান শিক্ষক নুরুল হক ও আব্দুর রকিবসহ সকলকে ধন্যবাদ জানান তারা।   

 

মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়