ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে নেই যাত্রীর চাপ

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে নেই যাত্রীর চাপ

গত কয়েক দিন ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে। তবে শনিবার ঘাটে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। ঘাট এলাকায় বেশি যানবাহনও ছিল না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি সেক্টরের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানিয়েছেন, ঘাটে ১৭টি ফেরির মধ্যে ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের চাপ না থাকায় বাকি ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

তিনি আরো জানান, সকাল থেকে কিছু প্রাইভেটকার ও মাইক্রোবাস পার করা হয়েছে। পাশাপাশি শতাধিক পণ্যবাহী ট্রাক পার করা হয়েছে। আজ ঘাটে যাত্রীদের বেশি ভিড় ছিল না। তবে প্রত্যেক ফেরিতে ৪০-৫০ জন করে যাত্রী পার হয়েছেন, যা স্বাভাবিকের চেয়ে কম।


মানিকগঞ্জ/আলীম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়