ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলিতে পাকা ঘরের মেঝে-দেওয়াল-সিঁড়ি ঘেমে ঝরছে পানি

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিলিতে পাকা ঘরের মেঝে-দেওয়াল-সিঁড়ি ঘেমে ঝরছে পানি

হঠাৎ দিনাজপুরের হিলির পাকা ঘরের মেঝে, দেওয়াল ও সিঁড়িগুলো ঘেমে পানি ঝরে পড়ছে।

এতে এলাকাবাসী অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ছেন।

তবে কোনো আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

হিলি মহিলা কলেজ পাড়ার সুফিয়া বেগম রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে আমার বাড়ির তিনটা রুমে মেঝে শুধু ঘামছে আর চুয়ে চুয়ে পানি গড়ে পড়ছে।’

স্থানীয় রাকিবুল হাসান ডালিম রাইজিংবিডিকে জানান, ‘রাতে হিলি কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে দেখি মেঝে ঘেমে পানি বের হচ্ছে। আগে এমনটা কখনো দেখিনি। বিষয়টা কেমন জানি লাগছে।’

হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু রাইজিংবিডিকে জানন, গেলো রাতে প্রেসক্লাবের মেঝে ঘামছে এবং পানি ঝরছে। বাড়িতেও একই অবস্থা। এর কারণ কী বুঝতে পারছি না। বাড়ির সবাই এ নিয়ে বেশ চিন্তায় আছে।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে বলেন, ‘সারাদিন কর্মব্যস্ততার মাঝে ছিলাম। রাতে বাড়িতে এসে পরিবারের নিকট জানতে পারলাম, বাড়ির মেঝে ঘামছে আর পানি গড়ে পড়ছে। পুরো এলাকাতেই এমন হচ্ছে বলে জানতে পারলাম। এমন ঘটনা আগে কেউ দেখেনি বলে মানুষ একটু ভয় পাচ্ছে।’

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল রাফিউল আলম রাইজিংবিডিকে বলেন, ‘আবহাওয়ার কারণে এমন অবস্থা হচ্ছে। আমার বাড়ির মেঝে এবং সিঁড়িও ঘামছে আর পানি ঝরছে। এটা তেমন কোনো ব্যাপার না। এতে আতঙ্কিত হবার কিছু নাই।’

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন রাইজিংবিডিকে জানান, এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনেক সময় এমন হয়ে থাকে। বাহিরে গরম আর বাড়িতে ঠাণ্ডা আবহাওয়ার কারণে জলীয় বাষ্পগুলো দেওয়াল আর মেঝেতে লেগে ঘনীভূত হয় বলে সেখানে পানি জমে যায়। পরে এই পানি একটু বেশি হলে তা দেয়াল বা মেঝেতে দৃশ্যমান হয়।

 

মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়