ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে পতিত জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কালা মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে ইউনিয়নের তিতখাই-কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

নিহত কালা মিয়া কাশিপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ জানান, তিতখাই-কাশিপুর গ্রামের অনাবাদী একটি মাঠ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ এবং মামলা চলছিল। এর নেতৃত্বে ছিলেন কাশেম আলী এবং করিম মিয়া। গ্রামের বেশিরভাগ মানুষ ছিলেন কাশেমের পক্ষে। মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কাশেম আলীর পক্ষের কালা মিয়া মারা যান।

ওসি মো. মাসুক আলী জানান, সংঘর্ষ চলাকালে কালা মিয়ার বুকে ফিকল (দেশীয় অস্ত্র) বিঁধে যায়। সঙ্গে সঙ্গে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দু’পক্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। তাদেরকে আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর ৪ জনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ থেকে গ্রামবাসীকে রক্ষা করতে ওই এলাকায় পুলিশ টহল অব্যাহত রয়েছে।

 

মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়