ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত

খুলনা শহরসহ জেলায় বুধবার (২৭ মে) সকাল থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর নিচু এলাকায় পানি জমে গেছে।

সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি  রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস।  এদিকে, বঙ্গোসাগরে বায়চাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

খুলনা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ সকাল সাড়ে ৯টায় রাইজিংবিডিকে জানান, আকাশে বেশি মেঘ থাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তবে এতে ঝড় বা জলোচ্ছ্বাসের আশংকা নেই। কয়েকঘণ্টা পর বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি বলেন, সকালে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটার এবং দমকা থেকে ঝড়ো হাওয়া বইছিল। কিন্তু সেই গতিবেগ কমে ৮-১০ কিলোমিটারে নেমে এসেছে
 

খুলনা/নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়