ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কিশোরগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ২৮৪

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৬, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ২৮৪

কিশোরগঞ্জে সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮৪ জনে।

মঙ্গলবার (২৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি জানান, গত বুধবার (২০ মে) জেলায় সংগৃহীত মোট ১৩১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।এর মধ্যে ৭ জনের কোভিড-১৯ পজিটিভ এবং বাকি ১২২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাছাড়া ২জন পুরাতন পজিটিভ রয়েছেন।

নতুন শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন, হোসেনপুর উপজেলায় ১জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন এবং কটিয়াদী উপজেলায় ১জন। জেলায় মোট আক্রান্ত ২৮৪ জনের মধ‌্যে এক শিশুসহ ৮ জনের মৃত‌্যু হয়েছে।

বর্তমানে জেলায় মোট ৯৭ জন করোনা রোগী এবং ৬ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

 

রুমন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়