ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বগুড়ায় ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

বগুড়ায় দুই দফা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল, গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১১টায় এবং বুধবার (২৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলার উপর দিয়ে দুই দফা কালবৈশাখী ঝড় বয়ে যায়।

ঝড় এবং শিলাবৃষ্টিতে জেলার পশ্চিমাঞ্চলে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সবজি, ভুট্টা ও পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও ঘর ভেঙে গেছে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত ৮৭ দশমিক ৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ সহকারি কৃষি কমকতা আবদুর রশিদ জানান, গত ২০ এপ্রিল বগুড়ার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার ১০টি গ্রামের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ শীলা বৃষ্টির কারণে প্রায় তিন হেক্টর জমির ধান মাটিতে পড়ে গিয়েছিল। এতে প্রায় ১৫ ভাগ জমির ধান নষ্ট হয়েছে। এরমধ্যে বগুড়া সদর উপজেলা ২৭ হেক্টর ও গাবতলী উপজেলায় ৩৬ হেক্টর জমির ধানের ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, বগুড়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অধিকাংশ ধান ঘরে তোলা হয়েছে। কিছু মাঠে আছে। হঠাৎ করে মঙ্গলবার রাতে শিলাবৃষ্টির কারণে ধান, গাছপালা ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। দুপুরের পরে ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া যাবে।


আলমগীর হোসেন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়