ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের করোনা শনাক্ত

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের করোনা শনাক্ত

ফেনীতে এক উপজেলা পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৭ মে) রাতে ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি ক্ষমতাসীন দলের সহযোগী একটি সংগঠনের জেলার শীর্ষ নেতা। অপর ৪ জনের বাড়ি দাগনভূঞা সদর ইউনিয়নের পূর্ব জগতপুর ও ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুরে। তারা ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে গ্রামে এসেছেন। অন্য তিনজনের মধ্যে সদর উপজেলার দুইজন ও একজন সোনাগাজী উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরো জানান, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। এরপর দেড় মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে।

এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভুঞার ১৯ জন, সোনাগাজীতে ১১ জন, পরশুরামে ৭ জন, ফুলগাজীতে ৫ জন।

অপর চারজন পাশ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।  আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন।

 

সৌরভ/বুলাকী     

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়