ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সাতক্ষীরায় নতুন ৪ জন করোনায় আক্রান্ত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় নতুন ৪ জন করোনায় আক্রান্ত

সাতক্ষীরা জেলায় গত চব্বিশ ঘণ্টায় আরোও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।  

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত।

তিনি জানান, গত চব্বিশ ঘণ্টায় জেলায় আরোও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তারা হলেন—সদর উপজেলার একজন ও কলারোয়া উপজেলায় ২ জন এবং দেবহাটা উপজেলায় একজন।

এনিয়ে জেলায় আজ পর্যন্ত ৪০ জন করোনা রোগী শনাক্ত হলো।    

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনায় আক্রান্ত ওই ৪ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।

সিভিল সার্জন অফিসার আরো জানান, এ পর্যন্ত জেলার দেবহাটা উপজেলায় ২৫ জন, সদর উপজেলায় ৫ জন, আশাশুনি উপজেলায় ৩ জন, কলারোয়া উপজেলায় ৫ জন ও তালা উপজেলায় একজন ও শ্যামনগরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়