ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাছের সাথে এ কেমন শত্রুতা!

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাছের সাথে এ কেমন শত্রুতা!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রুন ইউনিয়নের মোহাজিরাবাদ এলাকায় রাতের আঁধারে একটি লেবু বাগানের আড়াইশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় বুধবার (২৭ মে) সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে বলা হয়, মঙ্গলবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুরো লেবু বাগানটি কেটে তছনছ করে। বাগান মালিকদের দাবি, এতে তাদের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

লেবু বাগান মালিক ইদ্রিস মিয়া বলেন, ‘কষ্ট করে চাকরির পেছনে না দৌড়িয়ে উদ্যোক্তা হওয়ার জন্য বাগানটি নিজ সন্তানের মতো গড়ে তুলেছি। কিন্তু দুর্বৃত্তরা আমার বড় ক্ষতি করে ফেললো। আমাকে পথে বসিয়ে দিলো।'

তিনি বলেন, ‘নিজের শরীরেও আঘাত করলে এতোটা কষ্ট পেতে হতো না।'

ইদ্রিসের বড় ভাই ছাত্রলীগ নেতা আবেদ হোসেন বলেন, ‘এমন জঘন্য কাজ কেউ করতে পারে, ভাবতে পারছি না। গাছের সাথে শত্রুতা, এটা কিভাবে মেনে নেওয়া যায়? ইদ্রিস চাকরির পেছনে না ছুটে দিনরাত পরিশ্রম করে এই লেবু বাগানটি গড়ে তুলেছে। ঠিক মৌসুমের সময়টাতেই তার বাগানের এত বড় ক্ষতি করলো দুর্বৃত্তরা।'

তিনি দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক আহমেদ বলেন, ‘লেবু বাগান মালিক মো. ইদ্রিস মিয়ার বাগানে দুর্বৃত্তরা যে কাজ করেছে তা অমানবিক ও খুবই ন্যাক্কারজনক।'

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, ‘বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ঘটনাটির  তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।'

 

সাইফুল্লাহ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়