ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সাতক্ষীরার আকাশ দু'দিন ধরে মেঘাচ্ছন্ন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরার আকাশ দু'দিন ধরে মেঘাচ্ছন্ন

উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের কারণে সাতক্ষীরায় গত দু'দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে, প্রবাহিত হচ্ছে ঝড়ো হাওয়া।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা বিঘ্ন ঘটছে।

এদিকে আবহাওয়া দপ্তর থেকে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, বায়ুচাপের তারতম্যের আধিক্য’র কারণে উপকূল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং উপকূলবর্তী এলাকায় ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান, সৃষ্ট নিম্নচাপের ফলে আরো দুই থেকে তিনদিন সাতক্ষীরার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝে মাঝে হালকা বৃষ্টি ও হালকা রোদের দেখা মিলতে পারে। পাশপাশি বয়ে যেতে পারে ঝড়ো হওয়া। তবে প্রবল বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।

 

শাহীন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়