ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝালকাঠিতে আম্ফানে বিধ্বস্ত ঘর-বাড়ি নির্মাণে সেনাবাহিনী

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে আম্ফানে বিধ্বস্ত ঘর-বাড়ি নির্মাণে সেনাবাহিনী

ঘুর্ণিঝড় আম্ফানের আঘাতে ঝালকাঠির কাঁঠালিয়ায় বিধ্বস্ত হওয়া ঘর-বাড়ি নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিণ আউরা গ্রামের দরিদ্র মহিউদ্দিন খানের বিধ্বস্ত ঘর নির্মাণের মধ‌্য দিয়ে এ এলাকায় কাজ শুরু করে।

নির্মাণ কাজে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন মাহবুব হাসান শাতিল জানান, আম্ফানে মহিউদ্দিন খানের বিধ্বস্তঘর দিয়ে আমাদের নির্মাণ কাজ শুরু হয়েছে। পরবর্তীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজহারুল হকসহ সেনাবাহিনীরএকটি দল ঘর নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে বলে জানান ক‌্যাপ্টেন মাহবুব হাসান শাতিল।


অলোক সাহা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়