ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই মাথা-ছয় পা ওয়ালা বাছুরের জন্ম

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুই মাথা-ছয় পা ওয়ালা বাছুরের জন্ম

ঢাকার ধামরাইয়ে দুই মাথা ও ছয় পা ওয়ালা বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। বাছুরের দুটি মাথা, চারটি চোখ ও ছয়টি পা। জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় বাছুরটি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ধামরাই থানা চওরে ওসি দীপক চন্দ্র সাহার গৃহপালিত গাভীটি এই বিরল বাছুরের জন্ম দেয়।

গরুর মালিক ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘দীর্ঘদিন ধরে গাভিটিকে লালন-পালন করছিলাম। এ ধরনের ঘটনা এই প্রথম ঘটলো।’

তিনি বলেন, ‘সকালে গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুইটি পা বাইরে বের হয়ে আসে। সেসময় পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করেও মাথা বের করতে পারছিলেন না। পরে বাছুরটির মৃত্যু নিশ্চিত হয়ে ভিন্ন কৌশলে বাছুরটিকে বাইরে বের করে আনা হয়। এতে গাভীটি বেঁচে গেলেও বাছুরটির মৃত্যু হয়।

ধামরাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বহু চেষ্টা করেও বাছুরটিকে বাঁচানো গেল না শুধুমাত্র গাভীটিকে বাঁচানো সম্ভব হয়েছে। সাধারণত এ ধরনের বাছুর বাঁচে না। কারণ বাছুরটির শরীরই গঠন হয়নি। দুটি মাথা দেখে মনে হচ্ছে যমজ বাছুর ছিল। কোনো ত্রুটির কারণে বিকশিত হতে পারেনি। জোড়া যমজে পরিণত হয়েছে। তাও পরিপূর্ণ নয়।


সাব্বির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়