ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের বেশি পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের লৌহজং নদীর তালতলা মোড় ও টুনি মগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা এই অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি মহল লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের বেশি পাইপ জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।’

অবৈধ্যভাবে বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়