ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজশাহীতে টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহীতে টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিসমতগণকড় ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য আজম আলী।

নিহতরা হলেন- ফিরোজা বেগম (৩৮) ও তার ছেলে রাসেল (১৬)। নিহতরা কয়ামাজমপুর গ্রামের চায়ের দোকানদার কুদ্দুস পাইকের স্ত্রী ও ছেলে। নিহত রাসেল কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আগামী ৩১ তারিখ তার ফলাফল প্রকাশ হওয়ার কথা।

ওয়ার্ড সদস্য আজম আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে রাসেল তাদের পারিবারিক কাঁচা টয়লেটে যান। এসময় টয়লেটের হাউজে রাসেলের স্মার্ট ফোনটি পড়ে যায়। পরে প্যান সরিয়ে হাউজ থেকে ফোনটি উদ্ধার করতে গিয়ে রাসেল হাউজের মধ্য পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে মাকে চিৎকার করে ডাক দিলে তার মা ফিরোজা বেগম ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও হাউজের মধ্যে পড়ে যান। এতে মা ও ছেলে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে হাউজ থেকে তাদের উদ্ধার করে।

দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কণা জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা কীভাবে হাউজে পড়ে গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়