ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ আরও ২২৯ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ আরও ২২৯ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম মহানগরী এবং জেলায় চিকিৎসক-পুলিশসহ আরও ২২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮৫ জন নগরীতে এবং বাকি ৪৪ জন জেলার ৭ উপজেলায়। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৯ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে গভীর রাতে দেওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৪টি ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫৭টি। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে সর্বোচ্চ ২৪৫টি নমুনা পরীক্ষায় ১৩৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৩২ জনই নগরের। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষায় মহানগরী এলাকায় ১৭ জন ও বিভিন্ন উপজেলার ২৫ জন সহ মোট ৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম বিআইটিআইডি হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৩৬ জনের। তারা সবাই নগরীর বাসিন্দা।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে সাতকানিয়া লোহাগাড়ার ২২টি নমুনা পরীক্ষায় করে ১২ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে বৃহস্পতিবার জেলার হাটহাজারী উপজেলায় সর্বোচ্চ ২৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে স্থানীয় সোনালী ব্যাংকের ৭ জন কর্মকর্তা রয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২৯ জন, সুস্থ হয়েছেন ১৯৭ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৬৫ জন।

 

রেজাউল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়