ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে করোনা রোগী বেড়ে ১০৭৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে করোনা রোগী বেড়ে ১০৭৪

গাজীপুরে নতুন করে আরও ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে এ পর্যন্ত জেলায় মোট করোনা (কোভডি-১৯) রোগী শনাক্ত হয়েছে ১০৭৪ জনের।

শুক্রবার (২৯ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২৭ জন, শ্রীপুর উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন এবং কাপাসিয়া উপজেলায় একজন রয়েছেন।

এছাড়া, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ১০৭৪ জনের। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৯১ জন, কালীগঞ্জ উপজেলায় ১২৯ জন, কাপাসিয়া উপজেলায় ৮৭ জন, কালিয়াকৈর উপজেলায় ১০০ জন এবং শ্রীপুর উপজেলায় ৬৭ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। জেলায় সর্বশেষ ৪৩৩ জনেরসহ এ পর্যন্ত মোট ৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়