ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীতে আরও ২৬ জন করোনায় আক্রান্ত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে আরও ২৬ জন করোনায় আক্রান্ত

নরসিংদীতে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে ৭৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১০ জন, পলাশ উপজেলার সাতজন, রায়পুরা উপজেলায় চারজন, মনোহরদীর উপজেলার তিনজন, বেলাব উপজেলার দুজন রয়েছে। এরমধ্যে বেলাব উপজেলার একজন মারা গেছেন।

জেলায় করোনায় আক্রান্ত ৫১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৩৫৭ জন, রায়পুরাতে ৪১ জন, শিবপুরে ৩৬ জন, বেলাবোতে ৩৭ জন, পলাশে ৩৪ জন ও মনোহরদীতে ১৩ জন রয়েছে ।

এখন পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৯৪ জন। মারা গেছেন মোট পাঁচজন।



নরসিংদী/মাহমুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়