ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে ভাইবোনসহ ৩ জনের করোনা শনাক্ত

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাগেরহাটে ভাইবোনসহ ৩ জনের করোনা শনাক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভাই বোনসহ একই পরিবারের ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের মধ্য রাজাপুর গ্রামে আক্রান্তদের বাড়িটিতে লাল পতাকা টাঙিয়ে অবরুদ্ধ করেছে প্রশাসন। আক্রান্তদের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাইস্কুলে খোলা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আক্রান্তদের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই।

পরিবারের অন্য সদস্যদেরকে বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় এই তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াছমিন বলেন, ‘গত ২৬ মার্চ খুলনা থেকে ২০ থেকে ২৭ বছর বয়সী দুই নারী ও এক তরুণ গ্রামের বাড়ি শরণখোলাতে ফেরেন। এরা খুলনায় দর্জি শ্রমিকের কাজ করতেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের এলাকায় ফিরে আসার সংবাদ স্বাস্থ্য বিভাগকে জানালে স্বাস্থ্য বিভাগ ওই বাড়িতে গিয়ে নারীসহ আটজনের শরীরের নমুনা সংগ্রহ করে। পরদিন আমরা ওই সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠাই। শুক্রবার রাতে খুলনার ল্যাব থেকে এই ৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।'

নতুন করে আক্রান্ত এই ৩ জন নিয়ে শরণখোলা উপজেলাতে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

 

টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়