ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তলিয়ে গেছে নাটোরের হালতি বিলের ফসলের ক্ষেত

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তলিয়ে গেছে নাটোরের হালতি বিলের ফসলের ক্ষেত

নাটোরের নলডাঙ্গায় অসময়ে পানি ঢুকে তলিয়ে গেছে নাটোরের হালতি বিলের ফসলের ক্ষেত।

শনিবার (৩০ মে) সকালে যে দেখা যায়, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও নদ-নদীতে উজান থেকে নেমে আসা পানি ঢুকে অসময়ে তলিয়ে গেছে নাটোরের হালতি বিল। এর ফলে বিলে থাকা ২৯ জাতের বোরো ধান, ভুট্টা, বাদাম, পাটসহ ডুবে গেছে নানা ধরনের ফসল। আকস্মিকভাবে বিলে পানি ঢুকে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাধ্য হয়েই অনেকে যেটুকু পারছেন, পানি থেকে সংগ্রহ করে নিচ্ছেন ফসল।

নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের কৃষক খোরশেদ আলম রবি ও শফিক, আনোয়ার হোসেন জানান, নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এবার আগাম পানি ঢুকে পড়েছে হালতি বিলে। এতে করে ধান, ভুট্টা, বাদাম পাটসহ আবাদ ডুবে গেছে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, হালতি বিলের অধিকাংশ জমির ফসল কাটা হয়ে গেছে। কিছু হাইব্রিড ও ২৯ জাতের ধান মাঠে ছিল, তাতে বড় ধরনের ক্ষতি হবেনা। এছাড়া হালতি বিলে যেসব ভুট্টা রয়েছে, তাও পরিপক্ক এবং সেখান থেকে ফসল সংগ্রহ চলছে বলে জানান তিনি।

এছাড়া কৃষি কর্মকর্তা আমিরুল জানান নলডাঙ্গার প্রায় আড়াইশ’হেক্টর জমিতে ধানসহ অন্যান্য ফসল রয়েছে। কয়েকদিনের মধ্যেই কাটা শেষ হয়ে যাবে।

 

নাটোর/আরিফুল ইসলাম/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়