ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তদন্ত কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তদন্ত কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মামলায় গ্রেপ্তার ২

ঝালকাঠীর রাজাপুরে মাদক মামলার তদন্ত করতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মামলায় প্রধান অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

শনিবার (৩০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে ওইদিন সকালে ঝালকাঠীর রাজাপুরের কানুদাসকাঠী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কানুদাসকাঠী এলাকার শাহ আলম জোমাদ্দারের ছেলে মো. অনিক জোমাদ্দর (২৪) ও জোবায়ের আহম্মেদের ছেলে মো. আব্দুল্লাহ আল-জাহেদ (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, গত ২৯ মে শুক্রবার রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন একটি মাদক মামলার তদন্ত করতে কানুদাসকাঠী এলাকায় যান। এসময় তাকে তদন্তে বাধা দেয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র। এক পর্যায়ে তারা এসআই খোকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এরপর আহত এসআই খোকনকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিক্যালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামি হিসেবে এই দুআজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৮।

গ্রেপ্তার দুই আসামিকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেস্টা চলছে।


বরিশাল/স্বপন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়