ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আশাশুনিতে আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করছে সেনাবাহিনী

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আশাশুনিতে আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করছে সেনাবাহিনী

সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩০ মে) দুপুরে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী পয়েন্টে সংস্কারকাজ শুরু করে সেনাবাহিনীর একটি দল।

বালুর বস্তা, গাছের বল্লী ও বাঁশ দিয়ে ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজে নেতৃত্বে দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার ও লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির।

বেড়িবাঁধ সংস্কারকাজ পরিদর্শন করেছেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন ও সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

এ সময় মেজর তাজদিক জানান, সাতক্ষীরা ও খুলনার ভাঙনকবলিত ১৩টি পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের ১১টি এবং খুলনার কয়রার দুটি পয়েন্টে কাজ করবেন সেনা সদস্যরা।


সাতক্ষীরা/শাহীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়